সুনামগঞ্জ সদর ও ছাতক পৌরসভা রেড জোন ঘোষণা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

সুনামগঞ্জ সদর ও ছাতক পৌরসভা রেড জোন ঘোষণা

 প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জে প্রতিদিনেই করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। আর করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার (১৫ জুন)দুপুরে আগামি ১৬জুন থেকে তিন সাপ্তাহের জন্য সুনামগঞ্জ জেলার সদর ও ছাতক পৌরসভাকে রেড জোন ঘোষণা করায় জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য মাইকিং করা হয়েছে। এদিকে,জেলা সদরে পুলিশ কঠোর অবস্থানে থেকে সবাইকে সর্তকতা অবলম্বন করার জন্য মাঠে নেমেছে । ছাতক উপজেলায় স্বাস্থ্য বিধি মানতে কড়া নজড়দারি রাখা হয়েছে। করোনা ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে।

 

জানা যায়,রেড জোন থাকাকালীন সময়ে জরুরি দোকান তথা মুদি ও ফার্মেসি ছাড়া সব কিছু বন্ধ থাকবে। এ ছাড়া ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে বের হতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে আটক করবে পুলিশ। আর যদি প্রয়োজনীয় কারণ দেখা ব্যর্থ হন কেউ তাহলে ঐ ব্যক্তি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী তিন সাপ্তাহের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে আরও রেড জোন বাড়তে পারে বলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও জানাযায়,সুনামগঞ্জ জেলায় সাধারণ মানুষ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ প্রায় ৫২৫ জনের বেশি লোকের কোভিড-১৯পজিটিভ।

 

এ কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী সদর পৌরসভা ও ছাতক পৌরসভায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার ফলে এই দুই জায়গাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, এই সংকটের সময়ে আমরা প্রচুর পরিমাণে ত্রাণ বিতরণ করেছি। এই সংকটের সময়েও পৌরসভা খোলা আছে এবং যথাসাধ্য ভাবে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।

 

সুনামগঞ্জে সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন বলেন,জেলার ছাতক ও সদর পৌরসভাকে রেড জোন হিসেবে চিহিৃত করা হয়েছে। এখন প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে সচেতন হতে হবে এর কোন বিকল্প নেই।পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,জরুরী প্রয়োজনে যে কেউ স্বাস্থ্য বিধি মেনে বাইরে যেতে পারবেন। কিন্তু অযথা কেউ পাড়ায় আড্ডায় দেয় আর পুলিশ দেখতে পায় তাদের আটক করা হবে। আর চুরি না বাড়তে না পারে সে দিকে কঠোর নজরদারী রাকবে পুলিশ।

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31