সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
করোনা উপসর্গ নিয়ে সিলেট ২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের পেসিডিয়াম সদস্য মোকাব্বির খান হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় বলে জানান মোকাব্বির খানের একান্ত সহকারী সচিব দিদার খান।
দিদার খান বলেন, ‘কয়েক দিন ধরে মোকাব্বির খানের শরীর খারাপ ছিল। হালকা জ্বর ছিল। গতকাল (রবিবার) রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তিনি করোনাভাইরাস সংক্রমিক কি না নিশ্চিত হতে নমুনা নেয়া হয়েছে।’