করোনায় ব্রাজিলে মৃত্যু ৫০ হাজার ছাড়াল

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

করোনায় ব্রাজিলে মৃত্যু ৫০ হাজার ছাড়াল
Spread the love

৬০ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে দেশটিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলেই সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও মারা গেছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মোট ১০ লাখ ৮৫ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলের ৫০ হাজার ৬১৭ জন মারা গেছে।ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ দেশটিতে পরীক্ষার সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

 

গত ২৬ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এর চার মাস পর গত শুক্রবার আক্রান্তের সংখ্যা ১০ লাখ পেরিয়ে যায়। সংক্রণের পর থেকেই ব্রাজিলে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। দেশটির ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় অর্থনৈতিক পতনের আশঙ্কা শুরু হয়েছে।

 

করোনার জেরে দেশটির ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রতি জনসমর্থনও হ্রাস পায়। করোনাভাইরাস সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য বোলসোনারো ব্যাপকভাবে সমালোচিত হন। প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে পরপর দুই জন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। এখনও স্থায়ী স্বাস্থ্যমন্ত্রী পায়নি, ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী দিয়ে চলছে দেশ। করোনাকে ‘কর্ম হারানোর বিধি’ আখ্যায়িত করে এটিকে ‘ভাইরাসের চেয়ে বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930