ছেলের বয়সি বনি‘র সাথে প্রেম করবেন দেবশ্রী!

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

ছেলের বয়সি বনি‘র সাথে প্রেম করবেন দেবশ্রী!

বিনোদন ডেস্কঃ

কলকাতার সিনেমার  সফল অভিনেত্রী দেবশ্রী রায়  অনেক বছর ধরেই পর্দার আড়ালে অবস্থান করছেন এই অভিনেত্রী।তবে দীর্ঘ  বিরতি কাটিয়েিআবার তিনি অভিনয়ে ফিরতে যাচ্ছেন এই নায়িকা। সম্প্রতি নাম লেখিয়েছেন ‘তুমি কি সেই?’ নামের একটি ছবিতে। পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় এই সিনেমিায় অভিনয় করবেন তিনি। ভালোবাসার গল্পের এই ছবিতে দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার তরুণ নায়ক বনি সেনগুপ্ত।চমক এখানেই শোনা যাচ্ছে, এই ছবিতে দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে বনিকে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি। ছবির নাম নাকি নিজেই ঠিক করে দিয়েছেন দেবশ্রী। ২০১৭ সালে রেশমি মিত্রের পরিচালনায় ‘হঠাৎ দেখা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। ৩ বছর পর ফিরছেন নতুন চমক নিয়ে।

 

জানা যায়, ঝাড়খন্ড ও রামোজি ফিল্ম সিটিতে হবে ‘তুমি কি সেই?’ সিনেমার শুটিং।এদিকে সমান তালে চলছে দেবশ্রীর রাজনীতি। কিছুদিন আগেই বিজেপিতে যাওয়ার কথা শোনা গিয়েছিল তার। তবে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের রায়দিঘির বিধায়ক রয়েছেন ।

Spread the love