সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে যত্রতত্র ঘুরাফেরা করার অপরাধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৮ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় এ দন্ড দেয়া হয়।
মঙ্গলবার বিভিন্ন সময়ে উপজেলা সদরের নতুন বাজার, পুরাতনবাজার ও রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা, স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।