সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চন। এরপরই জল্পনা শুরু হয়ে যায় তাদের পরিবারের বাকি সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে। শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত খবরে জানা যায়, অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যা সুস্থ রয়েছেন। তাদের তিনজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
নানাবতী হাসপাতাল আজ রোববার সকালে বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে। বিস্তারিত অবস্থা তাদের পরবর্তী ব্রিফিংয়ে জানানো হবে।
এর আগে, শনিবার রাতে অমিতাভ বচ্চন নিজেই টুইট করে জানান, তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই জুনিয়র বচ্চনের টুইট, তিনিও করোনা আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন ও অভিষেক দুজনেই ভালো আছেন। তাদের শরীরে মৃদু উপসর্গ থাকলেও অবস্থা স্থিতিশীল।