সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে প্রাইভেট গাড়ী চালক ছাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায়সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুসহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-১৯) দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আহত ছাবুল মিয়ার পিতা শুকুর আলী সুদুরবাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মাহফুজুর রহমান বাবলু, আলআমিন, নুপুর দাস, আজিজুর রহমান সুয়েব, মোস্তাফিজুর রহমান লাবলু,হিমেল দাস, রাফি আহমদ, সাইদ মিয়া, শিপু দাস, হিমেল মিয়া, ও আলীরাজকেও আসামী করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরেরতাতিকোনাএলাকার বাসিন্দা সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু ওএকই এলাকার মৃত হাজী তাহির আলীর পুত্র শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১০ জুন উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলাও দায়ের করা হয়। অভিযোগ থেকে জানা যায়, ১৬ জুলাই সকালে ছাবুল মিয়া তার গাড়ি মালিকের বাসার গেরেজ থেকে গাড়ি বের করার জন্য সে নিজ বাড়ি থেকে রওয়ানা দেয়। এক পর্যায়ে শাহ আলমের বাড়ির সামনে পৌছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন রাম দা, চাইনিচকুড়ালসহ দেশেীয় অস্ত্র নিয়ে ছাবুল মিয়ার উপর হামলা চালায়। তাকে দাদিয়ে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করান। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী এসপি, ছাতক সার্কেলবিল্লাল হোসন ঘটনাস্থল পরিদর্শন করেন।