সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে চীনের প্লেন চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে ওঠার আগে যাত্রীদের প্রমাণ করতে হবে যে তাদের সাম্প্রতিক করোনাভাইরাস টেস্টের ফল নেগেটিভ এসেছে।
চীনের বেসামরিক বিমান প্রশাসন এক বিবৃতিতে বলেছে, প্লেনে চড়ার অন্তত পাঁচদিন আগে যাত্রীদের নিউক্লিক এসিড টেস্ট করতে হবে।আর এই পরীক্ষা করাতে হবে সংশ্লিষ্ট দেশের চীনা দূতাবাসের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে।
যাদের করোনা টেস্টের ফল নেগেটিভ দেখাতে পারবে না তাদের প্লেনে উঠতে দেওয়া হবে না।চীনে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল আবার শুরু হচ্ছে। তবে চলাচলের উপর এখনও নানা ধরনের বিধিনিষেধ রয়েছে।