সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
কলি বেগম,জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে তলিয়ে নিখোঁজের ৩ দিন পর অবশেষে ভেসে উঠেছে সেই হতভাগ্য তরুণ আলী হোসেনেরমৃতদেহ। তাঁকে এক নজর দেখতে ভীড় জমান উৎসুক জনতা।গত ২০ জুলাই সোমবার বিকেল ৫ টার দিকে জগন্নাথপুর পৌরএলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের বৈঠাখালি নামক স্থানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন আলীহোসেন।
তিনি দিরাই উপজেলার শরীফপুর গ্রামের গউছ মিয়ার ছেলে। স্থানীয় ভাবে ও সিলেট থেকে আসা ডুবুরি দল অনেক চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। অবশেষে ঘটনার ৩ দিন পর ২২জুলাই বুধবার সকালে পানিতে ভেসে উঠে হতভাগ্য আলী হোসেনের মৃতদেহ। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত জগন্নাথপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কারো
বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।