সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
তৃতীয়বারের মতো করোনা পজিটিভ এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর। ব্রাজিল সরকারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার (২১ জুলাই) তার দেহে তৃতীয় বারের মতো করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
বিবৃতিতে আরও জানানো হয়, তৃতীয় বারের মতো করোনা পজিটিভ এলেও প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে। বলসোনারোর বয়স এখস ৬৫। করোনার ক্ষেত্রে এ বয়সের মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। তবে তিনি সুস্থ আছেন।জেইর বলসোনারো বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি ভালো আছি। আমার শরীর কোনো উপসর্গ নেই।
প্রথম করোনা ধরার পর থেকে আমি ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছি। আমি কাউকে কোনো পরামর্শ দিচ্ছি না। আমাদের চিকিৎসকের পরামর্শে এ ওষুধ গ্রহণ করছি। আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করুন।