সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফুলঝুড়ি গ্রামে ৫০ফুট উঁচু একটি রেইনট্রি গাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার যুবকের নাম মারজান আকন (২৭)। মারজান উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের মৃত নূরুল ইসলাম আকনের ছেলে। শুক্রবার সন্ধ্যায় জুতা ও হাতমোজা পরিহিত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে মারজানের বসতঘরসংলগ্ন বাগানের একটি রেইনট্রি গাছের ৫০ ফুট উপরে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ মারজানের লাশ উদ্ধার করে।
মারজান আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও মৃত্যুটি রহস্যজনক বলে তদন্তের দাবি করেছেন নিহতের খালু ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের স্বজনদের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।