সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০
প্রতিনিধি/ছাতক::
ছাতকে ২৩টি রাম-দা সহ গ্রেফতার হয়েছে সত্যেন্দ্র ধর(৬০) নামের এক কর্মকার। বৃহস্পতিবার বিকেলে শহরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সত্যেন্দ্র ধর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মৃত মনমোহান ধরের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সতেন্দ্র ধর শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম সংলগ্নে একটি টিনশেডের ঘরে কর্মকারের দোকান পরিচালনা করে আসছিল।
শুক্রবার বিকেলে তার ওই দোকানে তল্লাসী চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই পীযুষ দে অভিযান চালিয়ে কর্মকার সত্যেন্দ্র ধরের ওই দোকান থেকে তার তৈরী করা বড়-বড় ২৩টি রাম-দা উদ্ধার করা হয়।
রাম-দা তৈরী ও বাজারজাত করা আইনত দন্ডনীয় অপরাধ। রাম-দা তৈরী ও নিজ হেফাজতে রাখার অপরাধে রাম-দাসহ সত্যেন্দ্র ধরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার ছাতক থানায় একটি মামলা(নং-৩৬) রুজু করা হয়।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন রাম-দাসহ গ্রেফতারের কথা স্বীকার করে জানান, তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।##