সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে রাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে।রবিবার এক সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়ার স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এ ঘোষণা দেন। ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ভিক্টোরিয়াকে ‘দুর্যোগের রাজ্য’ ঘোষণা করা হয়েছে।
এছাড়া রাজ্যের রাজধানী মেলবোর্নে রাত্রিকালিন কারফিউ জারি করা হয়েছে। এখানকার বাসিন্দাদের নতুন এ বিধিনিষেধ মেনে চলাচল করতে বলা হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল ৬টা থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হয়েছে।
তিনি আরও জানান, ছয় সপ্তাহের জন্য শুরু হওয়া এ বিধিনিষেধ থাকবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মেলবোর্নের বাসিন্দারা এ কারফিউর আওতাভুক্ত থাকবে। বাড়ি ত্যাগের বিষয়েও রয়েছে কড়াকড়ি। করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়া অন্যান্য অনেক দেশের তুলনায় সফল। তবে ভিক্টোরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই আমাদের আরো কঠোর হতে হবে।