সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’। আটলান্টিক সিটির এনাপলিস এভিনিউতে অবস্হিত এন্ড্রু ফ্ল্যাগ ফিলপ রিক্রিয়েশনাল সেন্টার এ অনুষ্ঠিত এই ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’ এ নিউইয়র্ক ও নিউজার্সির রাজ্যের আটটি ক্রিকেট দল অংশগ্রহন করে।টেপবল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো এস জে অসপ্রিস,এসি ঈগলস,জিএসসি ইন্ডিয়ানস,দ্য কিংস,কনকোয়াররস,ব্রুকলিন নাইন,এসি লায়নস,এসি টাইগারস।
গত ২ আগষ্ট , রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত টেপবল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ব্রুকলিন নাইন দল দ্য কিংস দলকে এিশ রানে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা লাভ করে। টেপবল ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন ব্রুকলিন নাইন এর সুহেব,সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন একই দলের ফোরকান।
ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়দের এর হাতে নগদ পুরস্কার ও ট্রফি তুলে দেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া ও আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার । আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক ক্রিকেটমোদী দিনব্যাপী টেপবল ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।টেপবল ক্রিকেট টুর্নামেন্টটি স্পনসর করেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ।