সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
ঢাকা অফিসঃঃ
রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
শনিবার রাতে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ফের মেয়র পদে ৪৪৭২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২৬৪১৬১ ভোট।
শনিবার রাতে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।