সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধের পর বুধবার সকাল থেকে আখাউড়া বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। এতে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আখাউড়া-আগরতলা স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল।আজ বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুল হামিদ জানান, দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টের যাত্রীরা পারাপার হচ্ছেন।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের উপসহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ছুটি শেষে বুধবার থেকে পুরোদমে আখাউড়া বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। বন্দর থেকে দ্রুত পণ্য পরিবহনে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাও দেয়া হয়েছে।