সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে শুটিংয়ে নেই তিনি। যদিও গত ঈদের আগে একটি শর্টফিল্মে কাজ করেছিলেন এ চিত্রনায়িকা। তবে সিনেমার কাজে তাকে দেখা যায়নি এ দীর্ঘ সময়। অবশেষে ২০ আগস্ট থেকে নতুন সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন মাহি।
কারণ আর কতদিন কর্মহীন থাকব আমরা। তাই কাজে ফিরছি। এখন পর্যন্ত এ সিনেমার শুটিংয়ে যাচ্ছি এটি নিশ্চিত। অন্য অসমাপ্ত সিনেমাগুলোর কাজ নির্মাতারা যখন শুরু করবেন তখনই করব। তবে অনুরোধ থাকবে, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেন। কারণ করোনার কারণে যে কোনো ধরনের অসতর্কতা অনেকের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।’
এদিকে কোরবানি ঈদ সিলেটে শ্বশুরবাড়িতে উদযাপন করে সেখান থেকেই রাজশাহীর দাদা বাড়িতে গিয়েছেন অবসর সময় কাটাতে। রাজশাহী থেকে ফিরেই সিনেমার শুটিং ইউনিটে যোগ দেবেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা। এ সিনেমা ছাড়া আরও কয়েকটি সিনেমার প্রস্তাবও আছে তার হাতে। শিগগিরই এগুলো চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন মাহিয়া মাহি।