প্রতিনিধি/রংপুরঃঃ
রংপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২০ পালিত হয়েছে। (৯ আগস্ট) অনুমান সকাল ১০ ঘটিকায় রংপুর নগরীর ৩২নং ওয়ার্ড ধর্মদাস কুঠিপাড়া আদিবাসী কমিউনিটি সেন্টারে, আঞ্চলিক আদিবাসী ফেডারেশনের সহযোগিতায়, রংপুর সদর আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি প্রভু চরণ মিনজীর সভাপতিত্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক আদিবাসী ফেডারেশন ও রংপুর সদর আদিবাসী কমিটির সদস্যবৃন্দ।
এসময় বক্তারা কোভিড-১৯ মহামারিতে আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রামের কথা আলোচনা করেন। তারা সরকারের বিভিন্ন সহযোগী সংগঠনের কাছে আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নতকরণের জন্য সাহায্য ও সহযোগিতা কামনা করেন। উক্ত আলোচনা সভার সভাপতি প্রভু চরণ মিনজী করোনা কালীন সময়ে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী চলার এবং অন্য সহযোগিতা করার জন্য সকল আদিবাসী সম্পদ্রায়ের লোকজনকে আহবান করেছেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আঞ্চলিক আদিবাসী ফেডারেশন, রংপুর অঞ্চলের সভাপতি উৎপল মিনজী, রংপুর সদর আদিবাসী উন্নয়ন সংগঠন, রংপুর এর সহ-সভাপতি গোবিন্দ পাহান, সাধারাণ সম্পাদক ভুপেন্দ্র পাহান, কোষাধক্ষ পাঞ্চু পাহান, ক্রীড়া সম্পাদক ইসাহাক মুর্মু, সাংগঠনিক সম্পাদক সুরেন ধানোয়ার, সাংস্কৃতিক সম্পাদক লবিন পাহান, মহিলা বিষয়ক সম্পাদক পুতুল কুজুরসহ এলাকার আদিবাসী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।