শুটিংয়ে ফিরছেন না মেহজাবিন চৌধুরী

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

শুটিংয়ে ফিরছেন না মেহজাবিন চৌধুরী

বিনোদন ডেস্কঃঃ

কোরবানির ঈদের ছুটি কাটিয়ে অনেকেই শুটিংয়ে ফিরলেও সহসাই না ফেরার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এমনিতেই ঈদের আগে করোনাভাইরাসের প্রকোপে শুটিংয়ে ফেরা নিয়ে ঝামেলায় পড়েছিলেন।তাই ঈদের পর পরিস্থিতি বুঝেই শুটিংয়ে ফিরবেন। এরই মধ্যে কয়েকটি নাটকের পাণ্ডুলিপি পেয়েছেন। সেগুলো দেখেছেন। কিন্তু শুটিংয়ের পরিকল্পনা করেননি। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘ঈদের আগে বেশ ঝামেলায় পড়েছিলাম।

 

তারপরও সেটি কাটিয়ে কয়েকটি নাটকে অভিনয় করেছি। ঈদের পর সে ঝামেলায় যাতে দ্বিতীয়বার না পড়ি তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। আপাতত শুটিং করছি না। সপ্তাহখানেক সময় যাক। তারপর ভেবে দেখব।’

Spread the love