ছাতকে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

ছাতকে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

 প্রতিনিধি/ছাতকঃঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক উপজেলা আওয়ামীলীগের উগ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে দলীয় নেতা কর্মীরা শোক দিবস উপলক্ষে করো ব্যাজ ধারন করেন। পরে দলী অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা।

 

দুপুরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামিম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক

 

সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা,ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ছাতক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন এবং শিরনী বিতরন করা হয়।

Spread the love