করোনায় আক্রান্ত নির্মাতা রাজ চক্রবর্তী

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

করোনায় আক্রান্ত নির্মাতা রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্কঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। আজ সোমবার টুইটারে রাজ নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।রাজ লিখেন, বাবাকে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তার দু’বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তাতে রিপোর্ট পজিটিভ এসেছে।

এই পরিচালক আরও জানান, বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা হয়নি। শিগগিরই তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে।

 

এদিকে, রাজের স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। এই অবস্থায় তাদের বাড়িতে করোনা হানার খবরে চিন্তিত অনুরাগীরা। সবার এখন একটাই প্রার্থনা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক রাজ। ভালো থাকুক তার পরিবার।

Spread the love