বদরগঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের কর্মশালা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

বদরগঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের কর্মশালা
প্রতিনিধি/রংপুরঃঃ
অল্প খরচে স্বল্প সময়ে ন্যায় বিচার পেতে চল যাই গ্রাম আদালতে “এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার দিনব্যাপি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা হল রুমে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপি’র যৌথ অর্থায়নে সোমবার ১৭-০৮-২০২০ ইং বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও ‘র উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায় প্রকল্প এর কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোছাঃ নাজমা জাহানুর চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা বদরগঞ্জ উপজেলা পরিষদ, চেয়ারম্যান মোঃ ডলু শাহ্ ইউএনডিপি’র রংপুর জেলা ফেসিলিটেটর মোঃ রফিকুল ইসলাম , ইএসডিও ‘র জেলা সমন্বয়কারী মোঃ হাফিজ আল আসাদ, উপজেলা সমন্বয়নকারী কল্পনা রানী ফিরোজ আলী, মুশফিকুর রহমান গ্রাম আদালত সহকারীসহ বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও নারী নেত্রী হন উপস্থিত ছিলেন।
শুরুতে প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহনের চিত্র তুলে ধরা হয়। এছাড়াও গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারী ইউপি সদস্যদের অংশগ্রহণ বাড়ানোসহ এলাকার নারীরা যেন স্বাছন্দে ইউনিয়ন পরিষদে এসে বিচারিক সেবা পায় সে ব্যাপারে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30