বন্যায় দেশের ১৩২৩ কোটি টাকার ফসল নষ্ট

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

বন্যায় দেশের ১৩২৩ কোটি টাকার ফসল নষ্ট

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশের ৩৭টি জেলায় তিন দফায় বন্যায় ১ হাজার ৩২৩ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।কৃষিমন্ত্রী বলেন, ‘তিন দফায় ৩৭ জেলার বন্যায় ২ লাখ ৫৭ হাজার ১৪৮ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৮১৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ওইসব অঞ্চলের ১২ লাখ ৭২ হাজার ১৫১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

 

তিনি বলেন, ‘বন্যায় ৩২ হাজার ২১৩ হেক্টর জমির ৩৩৪ কোটি টাকার আউশ ধান, ৭০ হাজার ৮২০ হেক্টর জমির ৩৮০ কোটি টাকার আমন ধান ও ৭ হাজার ৯১৮ হেক্টর জমির আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ২৩৫ কোটি টাকার সবজি ও ২১১ কোটি টাকার পাটের ক্ষতি হয়েছে।’ড. রাজ্জাক বলেন, ‘চলতি বছর বন্যার পূর্বাভাস পাওয়ার সাথে সাথে কৃষি মন্ত্রণালয় ব্যাপক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সকলেই সতর্ক ছিলেন। ফসলের ক্ষতি কমিয়ে আনার জন্য কৃষককে প্রয়োজনীয় পরামর্শও দেয়া হয়েছিল।’

 

তিনি বলেন, ‘২৫ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রথম দফায় বন্যায় ১৪ জেলায় ৪১ হাজার ৯১৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। তাতে ৩৩৯ কোটি টাকার ফসলের ক্ষতি এবং ৩ লাখ ৪৩ হাজার ৭৫৭ কৃষক ক্ষতিগ্রস্ত হয়।’কৃষিমন্ত্রী বলেন, ‘১১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় দফয় দেশের ৩৭ জেলায় ৩৪ টি ফসলের ১ লাখ ১৬ হাজার ৮৯৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৯৭৪ কোটি টাকা আর তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯ লাখ ২৯ হাজার ১৩৯ জন কৃষক।’

Spread the love