সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য ডেমোক্র্যাট দল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এ বছরের নভেম্বরে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তিনি।গতকাল মঙ্গলবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয়দিন ভার্চুয়াল রোল-কলের পর সিনেটর ক্রিস কুনস এবং রিপ্রেজেনটেটিভ লিসা ব্লান্ট রোচেস্টার মনোনয়ন বক্তৃতায় বাইডেনের নাম ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ভোটাররা এবার মিলওয়াকিতে জড়ো হতে পারেননি।প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা ভিডিওর মাধ্যমে দুই প্রার্থী বাইডেন এবং বার্নি স্যান্ডার্সকে ভোট দেন। রোলকল শেষ হওয়ার বেশ আগেই বাইডেন প্রয়োজনীয় ২ হাজার ৩৫৪ প্রতিনিধির সমর্থন পেয়ে যান।একই সঙ্গে, এই কনভেনশন থেকে ডেমোক্রেট শিবিরের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এর কাছ থেকে সমর্থনও লাভ করেন জো বাইডেন।
৭৭ বছর বয়সী বাইডেন মনোনয়নের আনুষ্ঠানিকতা সারবেন বৃহস্পতিবার।ভোটের পরে সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ সবাইকে। বৃহস্পতিবার দেখা হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।’এর আগে, দুই মেয়াদে যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জো বাইডেন।দুই মেয়াদে বাইডেনের সহকর্মী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা টুইট করে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন, তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত।’