সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে রুকসানা বেগম (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ কিলোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রুকসানা বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কঠালপুর গ্রামের আব্দুল খালিকের কন্যা।
সে বুধবার যেকোন সময় পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বসতঘর সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে রুকসানাসহ পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে শয়ন কক্ষে রুকসানাকে দেখে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে।
এক পর্যায়ে বসতঘর সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে রুকসানার ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দেয়া হলে থানার এসআই ইয়াছিন মুন্সি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। এ ঘটনায় ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।