সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। প্রথমে তিনি ইসরাইল যাবেন, এর পর যাবেন সংযুক্ত আরব আমিরাতে। ইসরাইল-আমিরাত সমঝোতা চুক্তির পর এই দুদেশে এটিই ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ প্রতিনিধির সফর। এ সফরে ইরান ও চীন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। খবর জেরুজালেম পোস্টের।
১৩ আগস্ট ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সই করে। এর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সফরে যাচ্ছেন।বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সূচিতে যে বিষয়টি বিশেষভাবে যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে– ইরান ও চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো মোকাবেলা। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে– ওই সফরে কোহেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেন।পম্পেওর সফর পরিকল্পনার সঙ্গে জড়িত একজন মার্কিন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের বন্ধ্যত্ব ঘুচিয়ে ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক শুরু করায় দুদেশের নেতৃত্বকে আনুষ্ঠানিক ধন্যবাদ দিতেই পম্পেও এ সফরে যাচ্ছেন।