সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পবিত্র আশুরা পালন উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাতায়াত সচল হয়েছে।আজ রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় বাণিজ্য সচল হবে।বেনাপোল ইমিগ্রেশন ওসি মহাসিন হোসেন জানান, এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। ভারতে অবস্থানরত বাংলাদেশিরা ফিরছেন। এ ছাড়া করোনার কারণে বাংলাদেশে আটকেপড়া ভারতীয়রা ফিরে যাচ্ছেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪শ’ ট্রাকে করে বিভিন্ন প্রকারের পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় দেড়শো ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। একদিনে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ২০ কোটি টাকা।