চুলের যত্নে কোন তেল ব্যবহার করবেন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

চুলের যত্নে কোন তেল ব্যবহার করবেন
Spread the love

৭৩ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও চুল পড়া ঠেকাতে অনেক ধরনের তেল হয়তো আপনি ব্যবহার করেন। শুনেছেন কী ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলের কথা। এই তেল ব্যবহার করলে চুল পড়া কমবে ও গোড়া মজবুত হবে। এই তেল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় মাথার ত্বক ও চুলে খুব ভালো কাজ করে।

আসুন জেনে নিই ক্যাস্টর অয়েল কেন ব্যবহার করবেন-

১. নিয়মিত তেল মাথার তালুতে ব্যবহারে চুল দ্রুত বাড়বে ও গোড়া মজবুত হবে। এই তেল মালিশ করলে মানসিক চাপও কমে। নারিকেল, জলপাই, কাঠবাদাম, আর্গন বা মরোক্কান তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। আর চুলে খুশকি থাকলে এতে কয়েক ফোঁটা টি ট্রি তেল মেশাতে পারেন।

 

২. মাথার ত্বকের সংক্রমণের কারণে চুল পড়া, খুশকি ও চুলকানির সমস্যা হয়ে থাকে। এতে থাকা ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান ফাঙ্গাশের বিস্তার কমায়, ত্বক পরিষ্কার ও সংক্রমণমুক্ত রাখে।

 

৩. এই তেল ব্যবহারে চুলের জটালোভাব দূর হবে। এ ছাড়া চুলের রুক্ষতা ও আগা ফাটার সমস্যা দূর করে চুল মসৃণ করতে সাহায্য করে।

৪. এই তেল চুলের গোড়া উজ্জ্বীবিত করে চুলে মসৃণভাব আনে। এ ছাড়া চুলের আগাফাটার সমস্যা কমবে ও চুলের অকালপক্কতা দূর করবে।


Spread the love