সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সরকারী ঢেউটিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি। মঙ্গলবার বিকেলে সিংচাপইড় ইউনিয়নের সমতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত
এক সভায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
সমতা স্কুল এন্ড কলেজ, পঞ্চগ্রাম ও একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কাউট ড্রেস, স্কুল ব্যাগ এবং ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া, ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া,সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হুসাইন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আজাদ আলী, কানাডা আওয়ামীলীগ নেতা আমজাদ আলী প্রমুখ। সভায় সমতা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।