সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মিসর, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে রাশিয়া। বৃহস্পতিবার এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়েছে।
রুশ সরকার জানায়, ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কায়রোতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। আর দুবাই ও মালদ্বীপে দুটি করে।
এদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ১ নভেম্বর নাগাদ সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। বছরের শেষ নাগাদ কোন ভ্যাকসিন দ্রুত সরবরাহের প্রতিযোগিতার এটি সর্বশেষ ইঙ্গিত। বুধবার সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ডের এক চিঠির বরাত দিয়ে দি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সিডিসি এসব ভ্যাকসিন বিতরণ সুবিধার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণে জরুরি ভিত্তিতে আপনাদের সহযোগিতার অনুরোধ জানিয়েছে।
ওই চিঠিতে বলা হয়, প্রয়োজনে সিডিসি দরকারি বিভিন্ন শর্তের ক্ষেত্রে আপনাদের কিছু ছাড় দেয়ার কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছে যাতে ২০২০ সালের ১ নভেম্বর নাগাদ এ বিতরণ কার্যক্রম পুরোদমে শুরু করা যায়।