সিলেট ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজ সমাপ্ত হয়েছে। সোমবার বিকালে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গ্রাম থেকে ভড়াউট পর্যন্ত ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ রাস্তার সংস্কার কাজ করা হয়।
জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রচেষ্টায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে দুই কিলোমিটার রাস্তার উপর ২ ফুট উঁচ্চতায় মাঠি ভরাট কাজ করা হয়েছে। গত ১৫ দিন ধরে এই রাস্তার নির্মান কাজ চলে। অবশেষে সোমবার এই রাস্তার কাজ সম্পন্ন হয়।
সিকন্দরপুর গ্রামের সুমন আহমদ বলেন, এই রাস্তাটি দির্ঘদিন ধরে অবহেলিত ছিলো। অবশেষে রাস্তাটিতে মাঠি ভরাট করায় প্রায় ৫ গ্রামের মানুষের চলাচলের সুবিধা হবে।
উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করতে গ্রাম পর্যায়ে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গ্রাম থেকে ভড়াউট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার মাঠি ভরাট করা হয়েছে। এবং বেশ কিছু স্থানে রাস্ত সম্প্রসারনও করা হয়েছে। আমি আশাবাদি এ এলাকার প্রতিটি রাস্তা আর অবহেলিত থাকবে না।