সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের বাইরে লন্ডনে প্রথমবারের মত অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট।
বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও বাংলাদেশের জন্য তার আত্মত্যাগ প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইউনাইটেড ফুটবল ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা দেখতে যুক্তরাজ্য আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ কমিউনিটির সর্বস্থরের মানুষ অংশনেন। খেলায় নটআউট নিয়মে ১০ ক্লাব অংশ নেয়।
৬ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফিল্ড মাঠে খেলার উদ্বোধন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। প্রথমবারের সফল আয়োজনের পর প্রতি বছর এধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে জানান ইউনাইটেড ফুটবল ক্লাবের কর্মকর্তারা। লন্ডনে বঙ্গবন্ধুর নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামীলীগ ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম এ সালাম ও ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অধিনায়ক জামাল খান।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার সাবিনা আকতার, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, কাউন্সিলার তারেক খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার সম্পাদক সারব আলী, ত্রান ও পুর্নবাসন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক ছুরুক মিয়া, উপপ্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, লন্ডন মহান নগর আওয়ামীলীগের সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুগ্ম সম্পাদক ঝলক পাল, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, তাতী লীগ এর যুগ্ম আহবায়ক সিজিল মিয়া।
উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের সহ অধিনায়ক সৈয়দ জামিল, আমিনুল হক জিলু, আব্দুল বাছির, সৈয়দ তারেক মইনুল হক, সোহেল আহমদ, আব্দুল লতিফ, আঙ্গুর আলী, তাহের কামালী, কামরুল ইসলাম, আসাদ উদ্দিন, সুলতান মাহমুদ।
খেলায় অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে ইউনাইটেড ফুটবল ক্লাব, কিউবিট টাউন ফুটবল ক্লাব, টিম নিসচা, বিয়ানীবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাব, জয় এফসি ইউকে, গোল্ডেন লায়ন, ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব, স্টেপনী গ্রীন ফ্রেন্ডস ক্লাব। দিন শেষে প্রথম সেমি ফাইনালে বিয়ানীবাজার ফ্রেন্ড ক্লাবকে ট্রাইবেকারে পরাজিত করে ফাইনালে যায় স্টেপনী এফসি। পরবর্তী তারিখে জয় এমসি বনাম ইউনাইটেড এফসির মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সম্ভবত একইদিন ফাইনাল খেলাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্ট সফল করায় সকরের প্রতি কতৃজ্ঞতা জানিয়েছে ইউনাইটেড ফুটবল ক্লাব।