সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাদ থেকে পড়ে আতহার উদ্দিন বিলাল (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
সোমবার সকাল ৭টার দিকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। স্থানীয়রা জানান, গতকাল রবিবার সন্ধ্যার দিকে মাদ্রাসার ২তলা ভবনের ছাদে উঠে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল বিলাল।
খেলার এক পর্যায়ে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যায় বিলাল। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গতকাল রাতেই তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।