সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
প্রতিনিধি/ছাতক::
ছাতকে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাকাত সর্দার আশিক আলী ওরফে আসিদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মাড়ুয়া টিলা হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিক নোয়ারাই ইউনিয়নের রাজার গাও গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ছদ্দবেশে অভিযান চালিয়ে মাড়ুয়া টিলা হাওর থেকে তাকে গ্রেফতার করেন। আশিক একটি ডাকাতি মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে। আশিকের বিরুদ্ধে ছাতক থানাসহ মৌলভীবাজার ও কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে ।
অভিযানে ছাতক থানার এএসআই আবু তালেবসহ থানা পুলিশ তার সাথে ছিলেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##