এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়ন ও আউশকান্দি বাজারের ড্রেন নির্মানে বরাদ্ধ ১৭ কোটি

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়ন ও আউশকান্দি বাজারের ড্রেন নির্মানে বরাদ্ধ ১৭ কোটি
৭২ Views

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

ঢাকা- সিলেট মহা সড়কের শহীদ কিবরিয়া চত্ত্বর থেকে আউশকান্দি- হীরাগঞ্জ বাজারের ৩শ মিঃ দৈর্ঘ্য ও ১৮ মিঃ প্রস্ত রাস্তা আর সি সি দ্বারা উন্নয়ন এবং রাস্তার দু‘পাশে ড্রেন নির্মাণ সহ রুস্তুমপুর টোলপ্লাজার সম্মুখ উন্নয়ন ও হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ১৩ কিঃমিঃ রাস্তার এলাইনমেন্ট নির্ধারণ কাজ শুরু হয়েছে গতকাল বিকেলে।

 

জানা যায়, আউশকান্দি বাজারের ভিতরে রাস্তার উভয় পার্শ্বে ৮ শত মিঃ ড্রেন নির্মাণ, আউশকান্দি- হীরাগঞ্জ বাজার আর সি সি দ্বারা উন্নয়ন ও রুস্তুমপুর ট্রোলপ্লাজার সম্মুখ’ভাগ সহ ট্রোলপ্লাজার উভয় পার্শ্বের রাস্তা সংস্কার এবং নবীগঞ্জ হাসপাতাল হইতে হবিগঞ্জ মূখী প্রায় ১৩ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্দ্যেগ গ্রহন করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রনালয়ের অধীনস্থ সড়ক ও জনপথ অধিদপ্তর। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর প্রচেষ্টায় প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে এসব রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন করার কথা রয়েছে। গতকাল সোমবার বিকেলে আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসর সামন থেকে সড়ক সংস্কারের কার্যস্হান পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এ রাস্তা সংস্কার ও ড্রেন নির্মানের স্হান পরিষ্কারের কাজ দেখে বাজার ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সর্বস্থরের জনসাধারনের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

 

এসময় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, বিশিষ্ট সাংবাদিক এম.এ আহমদ আজাদ, জাতীয় অনলাইন প্রেসক্লারের অর্ন্তভূক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, সাংবাদিক সুলতান মাহমুদ, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, আউশকান্দি ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল জলিল, বেতাপুর আমুকোনা রায়পুর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুক্তার হোসেন তালুকদার, সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া, আওয়ামীলীগ নেতা মল্লিক মিয়া, যুবলীগ নেতা নুরুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মানবতার ফেরিওয়ালা নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের রুপকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, শুধু মাত্র আউশকান্দি রুস্তুমপুর বা হবিগঞ্জ নবীগঞ্জ মহাসড়ক উন্নয়নই নয় নবীগঞ্জ বাহুবলের সার্বিক উন্নয়নে আমি সর্বদা সচেষ্ট রয়েছি। তিনি বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ !

 

মিলাদ গাজী আরো বলেন, আমার প্রয়াত পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সিলেট বিভাগে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী নবীগন্জ বাহুবল তথা বৃহত্তর সিলেটের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন, আমি ও আমার পিতার মতো নবীগঞ্জ বাহুবল কে উন্নয়নের উচ্চাসনে পৌঁছাতে চাই। মিলাদ গাজী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মমতাময়ী মা, বিশ্ব মানবতা ও উন্নয়নের রোল মডেল হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্যাতি অর্জন করেছেন। আমি আমার শ্রদ্ধেয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের জন্য দাবী নিয়ে হাজির হয়েছি শ্রদ্ধেয়

 

নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বঙ্গবন্ধুর আদর্শ শোষণ মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা সহ ভিষণ ২০২১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার পাশাপাশি নবীগঞ্জ বাহুবলের সঠিক উন্নয়নে যা প্রয়োজন তাই করা হবে বলে আমাকে সাহস যুগিয়েছেন। মিলাদ গাজী সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রনালয়ের সচিব মোঃ নজরুল ইসলামের প্রতি ও কৃতজ্ঞতা জানান।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031