সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে চাঞ্চল্যকর আবুল কালাম আজাদ হত্যাকান্ডের ঘটনায় প্রধান ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়। বুধবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মুলংমুরী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। হত্যাকান্ডের পর থেকে জড়িত আসামীরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান নিয়ে নিজেদের আত্মগোপনে রাখে।
গ্রেফতারকৃতরা হল উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র আব্দুল কাহার(৩২) এবং পীরপুর গ্রামের মৃত আখলিছ আলীর পুত্র কবির মিয়া(৩০)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃতত্বে একদল পুলশ নোয়াখালী জেলার মুলংমড়ী গ্রামেরব্যাপারী বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আব্দুল কাহার ও কবির মিয়াকে গ্রেফতার করেন।
গত ২৪ আগষ্ট তুচ্ছ ঘটনা নিয়ে পীরপুর গ্রামেরমৃত ছমির উদ্দিনের পুত্র আব্দুল কালাম আজাদকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল থেকে পীরপুর গ্রামের মৃত জমসিদ আলীর নূর আলী(২২) ও মৃত মদরিছ আলীর পুত্র শাহ আলম (৩০)কে আটক করেন।
এ হত্যাকান্ডের ঘটনায় ২৫ আগষ্ট নিহতের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা(নং-২৮) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, নোয়াখালী জেলার চাটখিলে আত্মগোপনে থাকা এ দু’ আসামীকে সোর্সের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।