সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে রেলওয়ের নিরাপত্তা প্রহরীকে খুন করে রেলওয়ে গোদামে ডাকাতির ঘটনায় ডাকাত আনোয়ার হোসেন(৩৮)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র।
বর্তামেন সে ছাতক শহরের মোগলপাড়া এলাকায় বসবাস করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম কোম্পিানীগঞ্জ থানার অফিসার ইনচার্জে সহায়তায় চাটিবহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আনোয়ার হোসেন একটি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী।
সে ঘটনার কিছুদিন আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে রেলওয়ে গোডাউনে ডাকাতি ও নৈশ প্রহরীকে খুনের ঘটনায় জড়িত হয়।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি , ছিনতাই, দ্রুততবিচার আইনী মামলা রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রেলওয়ের নিরাপত্তা প্রহরীকে খুন করে রেলওয়ে গোদামে ডাকাতির ঘটনায় জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।