সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ গোরফান (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টার সৌদি আরবের মদিনা শহরে প্রিন্স আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। মৃত মোহাম্মদ গোরফানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামে।
মৃত মোহাম্মদ গোরফানের ছেলে আবদুল হালিম জানান, বাবা সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। নির্দিষ্ট সরকারি আনুষ্ঠানিকতা শেষে সৌদি সরকারের ব্যবস্থাপনায় সেখানে তার জানাজা ও দাফন শনিবার হতে পারে বলে জানান তিনি।