সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
সুনামগঞ্জে দোয়ারাবাজারে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে অভিযুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই নোবেল সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিচঙ্গেরগাঁও গ্রামে আসামি নূর ইসলামের বসতঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা (নং-১২, তাং- ২১/০৯/২০২০ইং)। দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।