জগন্নাথপুরে হামলায় নিহত ১

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

জগন্নাথপুরে হামলায় নিহত ১

 

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল ফোন নিয়ে প্রতিপক্ষের হামলায় কয়েছ মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মশাজান গ্রামের করিম বক্সের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে একটি মোবাইল নিয়ে প্রতিপক্ষের হামলায় কয়েছ মিয়া গুরুতর আহত হন। ঘটনার ৩ দিনের মাথায় ৫ ফেব্রুয়ারি বুধবার আহত কয়েছ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728