আবদুল মালিক এর মৃত্যেু জগন্নাথপুরের বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

আবদুল মালিক এর মৃত্যেু জগন্নাথপুরের বিভিন্ন মহলের শোক প্রকাশ

 প্রতিনিধি/জগন্নাথপুর::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ, সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি, সর্বদা সদালাপী, সাদা মনের মানুষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা আবদুল মালিক আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। অবশেষে ৩ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন অসংখ্য গুনগ্রাহী। সবার প্রিয়জন আবদুল মালিকের মৃত্যুতে উপজেলার সর্বত্র বইছে শোকের ছায়া। ৪ অক্টোবর রোববার শ্রীধরপাশা গ্রামে নামাজে জানাজা শেষে আবদুল মালিককে দাফন করা হয়। এতে হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন।

 

এদিকে-আবদুল মালিকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা,

 

জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান মেম্বার, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমদ, আ.লীগ নেতা আলাল হোসেন রানা, ফয়সল মিয়া, হাসান শাহরিয়ার এনাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,

 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাধারণ সম্পাদক কবির মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত আবদুল মালিকের রূহের মাগফেরাত কামনা করেন।

Spread the love

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930