সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
প্রতিনিধি/ছাতক ::
ছাতকে জালিয়াত চক্রের সদস্য মুহিবুর রহমান মেম্বার ও তার সহযোগিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার দুপুরে সহকারী কমিশনার(ভুমি) এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভুমি এবং ছাতক থানার অফিসার ইনচার্জ বরাবরে পৃথক স্মারকলিপি দেয়া হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রতারক মুহিবুর রহমান মেম্বার, সিরাজ আলী, আফতাব উদ্দিনসহ একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র সরকারী কর্মকর্তার সীল ও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের জাল কাগজপত্র সৃজন করে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছে। প্রতারক চক্র স্থানীয় মানুষের জায়গা-জমির দাগ-খতিয়ান ব্যবহার করে কৃষি ব্যাংক ছাতক শাখাসহ বিভিন্ন ব্যাংক থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি ভ্রাম্যমান আদালতের অফিযানে জাল কাগজ-পত্র ও সরকারী কর্মকর্তার সীলসহ ২ প্রতারককে আটক করা হয়।
এ ঘটনায় ১২ প্রতারকের নাম উল্লেখ করে ছাতক থানায় মামলা দায়ের করা হলেও প্রতারক চক্রের অন্যতম সদস্য মুহিবুর রহমান থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে। বক্তারা অভিযোগ তোলে বলেন, প্রতারনা মামলার আসামী ছাতক সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমানসহ অন্যান্য আসামীরা অনেকটা প্রকাশ্যে ঘুরা-ফেরা করছে দাপটের সাথে। ব্যাংক ঋণ পাইয়ে দেয়ার নামে এলাকার অর্ধশতাধিক মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা মুহিবুর রহমান মেম্বার হাতিয়ে নিয়েছে নিয়েছে বলে বক্তারা বলেছেন।
তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজমুল হোসেন, এনামুল হক, দিলোয়ার হোসেন, আব্দুল মমিন, খয়রুল ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ আহমদ, জাবেদ আহমদ, ইমরান হোসেন, মুরাদ আহমদ, দুলাল আহমদ, মারজানুর রহমান, নিশি দাস, মাহরু আহমদ, লায়েক মিয়া, ওয়ারিছ আলী, সুমন মিয়া প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |