সিলেট ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। সভায় সম্প্রতি সরকারী কর্মকর্তার সীল, বিভিন্ন সরকারী দপ্তরের জাল কাগজপত্র, দলিল, পর্চা, ব্যাংকের জাল কাগজপত্রসহ আটক হওয়া প্রতারক চক্র ও প্রতারনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এসব জাল-জালিয়াতির সাথে ব্যাংক ও সরকারী দপ্তরের কতিপয় অসাধু কর্মচারী জড়িত থাকতে পারে বলে সভায় বক্তারা মন্তব্য করেছেন।
এ ছাড়া নদী পথে চাঁদাবাজী জিরো টলারেন্সে নিয়ে আসার প্রতি গুরুত্ব দেয়া হয়। ড্রেজার মেশিনে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার কথাও সভায় ব্যক্ত করা হয়। মাদক, জুয়া, গরু চুরিসহ সকল অপরাধমুলক কর্মকান্ডে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ শেক নাজিম উদ্দিন, ছাতক সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
আব্দুস ছাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, অধ্যক্ষ আব্দুল আহাদ, ওসিসি প্রোগ্রাম অফিসার পিনাক কান্তি দে, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল হেকিম, সায়েস্থা মিয়া, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আখলাকুর রহমান, আবুল হাসনাত, সাইফুল ইসলাম, মুজাহিদ আলী প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |