১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বাড়লো

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বাড়লো

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন করা যাবে।  ৬ ফেব্রুয়রি এনটিআরসিএ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

গত কয়েক বছরের মতো এবারও শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

 

আগামী ১৫ মে সকাল ৯টায় স্কুল পর্বের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় কলেজ শাখার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।

Spread the love