ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

আন্তর্জাতিক ডেস্কঃঃ

জেসন হোলটন ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তি। ওজন ৩১৭ কেজি। ফাস্টফুড তার ভীষণ পছন্দ। কাবাব, বার্গার, স্যান্ডউইজ, পিজা খেতে খেতে এমন শরীর বানিয়েছেন যে, উঠতে-বসতে পারেন না। শুয়ে শুয়ে শুধু খান আর খান। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আনার জো নেই। উপায়ন্তর না দেখে তাকে বাসা থেকে হাসপাতালে আনতে ক্রেন ব্যবহার করতে হয়েছে। খবর দ্য সানের।

 

হোলটনের বয়স ৩০ বছর। গত ছয় বছর ধরে ঘরে বসে শুধু খাচ্ছেন আর খাচ্ছেন। ছয় বছর ধরে তিনি ঘর থেকে বের হননি। হোলটনকে ঘর থেকে বের করে হাসপাতালে আনতে বিশাল ক্রেন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।

 

জানা গেছে, হোলটন ২০১৪ সালে জাস্টইট অ্যাপের সঙ্গে চুক্তি করে রোজ ৩০ পাউন্ডের ফাস্টফুড নিতেন। তার খাবারের তালিকায় থাকে কাবাব, চিপস, চিকেন চাওমিন, ১.৫ লিটার জুস, পাঁচ ক্যান ডায়েট কোক। এ ছাড়া চকোলেট, ক্রিপস, স্যান্ডউইচ তার ভীষণ প্রিয়।

 

হাসপাতালের বেডে শুয়ে হোলটন বলেন, ছয় বছর পর ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিতে পেরে ভালো লাগছে।সানের প্রতিবেদনে বলা হয়েছে, হোলটনের লিম্ফোয়েডার সমস্যা আছে। এ কারণে তার পা ফুলে যায়। তার মা লিসাকে চিকিৎসকরা বলেছিলেন, শক্ত পদক্ষেপ না নিলে ছেলে হার্টঅ্যাটাকে মারা যেতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031