সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষকের নাম সোহাগ মিয়া (২৫)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুকশেদপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে।বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানা পুলিশ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামের প্রতিবন্ধী তরুনীকে (১৯) বসত ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় প্রতিবেশী সোহাগ মিয়া। এ ঘটনায় বৃহস্পতিবার তরুণীর বাবা তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পরই অভিযান চালিয়ে ধর্ষক সোহাগকে পুলিশ গ্রেফতার করে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে বলেন, তরুনীর পিতা গ্রেফতারকৃত সোহাগ মিয়াকে আসামী করে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, ধর্ষণের শিকার তরণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।