ক্যানন্সার প্রতিরোধসহ মানব শরীর সুস্থ রাখতে স্বর্গীয় ফল কাঁকরোলের যত গুণ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

ক্যানন্সার প্রতিরোধসহ মানব শরীর সুস্থ রাখতে স্বর্গীয় ফল কাঁকরোলের যত গুণ
Spread the love

৯৫ Views

স্বাস্থ্য ডেস্কঃ

 

বাংলাদেশের সব এলাকায় সর্বজন পরিচিত এক প্রকার সবজির নাম হচ্ছে কাঁকরোল। বৈজ্ঞানিক নাম Momordica cochinchinensis। এর আদি উৎস ভিয়েতনাম হলেও চাষ হয় বাংলাদেশ সহ  কম বেশী বিশ্বের প্রায় সব দেশেই। নানাবিধ পুষ্টিগুণের কারণে একে দেশের অনেকাংশে এটিকে  ‘স্বর্গীয় ফল’ও বলা হয়ে থাকে। শরীরকে সুস্থ রাখতে কাঁকরোলের কিছু বিশেষ গুণের দিক তুলে ধরা হলো আপনাদের  জন্য।

* গর্ভবতী মা’দের জন্য কাঁকরোল বেশ উপকারী। গর্ভাবস্থায় অনেক মা’দের স্নায়ুবিক ত্রুটি দেখা দেয়। কাঁকরোলে থাকা ভিটামিন বি ও সি স্নায়ুবিক ত্রুটি হতে বাধা দেয়।
* শুধু কাঁকরোল নয় এর শেকড়ের রস আদার সঙ্গে খেলে শ্বাসকষ্ট দূর হয়।
* কিডনির পাথর নির্মূলে দুধের সঙ্গে কাঁকরোল বাটা উপকারী।
* কাঁকরোল খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
* কাঁকরোলে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকে। যা শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায়।
* কাশি নিরাময়ে কাঁকরোল বাটা কুসুম গরম পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে।
* কাঁকরোলে পাওয়া যায় বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটেইন । ত্বকে বার্ধক্যের ছাপ মুছতে তাই সবজিপ্রেমীরা কাঁকরোল খান নিয়মিত।
* কাঁকরোলে আছে ভিটামিন এ । যা দৃষ্টিশক্তিকে মজবুত রাখে।
* কাঁকরোলে প্রচুর আয়রন, ভিটামিন সি ও ফলিক এসিড থাকে। তাই অ্যানেমিয়ার প্রতিহত করে কাঁকরোল।
* অতিরিক্ত কোলেস্টেরেল কমায় কাঁকরোল।
* কাঁকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে। যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাই বিষণ্ণতা দূর করতেও কাঁকরোল খাওয়ার পরামর্শ দেয়া হয়।

এলবিএন/০৭এফ/আর/৭৮-০৩


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930