সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে এবং প্রতিবেশী দেশ গ্রিসে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা শনিবার গণমাধ্যমকে জানান, এ পর্যন্ত ভূমিকম্পে নিহত ৩৭ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়া ৮৮০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।
এ ছাড়া গ্রিসে দেয়ালচাপা পড়ে দুই স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।তুরস্কে এখনও ৫ হাজার কর্মী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশটিতে কমপক্ষে ১৭টি ভবন ধসে পড়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তুরস্কে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকেপড়াদের উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। এখনও উদ্ধারকাজ চলছে। এ ছাড়া গ্রিসেও ক্ষতি হয়েছে।