তরুণীর লাশ লাগেজের ভেতর

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

তরুণীর লাশ লাগেজের ভেতর

লন্ডন বাংলা ডেস্কঃঃ

খালের পাশে পড়ে থাকা লাগেজের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের কাছে খয়েরি রঙের একটি লাগেজ থেকে তারা ওই তরুণীর লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই তরুণীর বয়স ৩০ হতে পারে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। নিহত তরুণী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন টিম পৌঁছেছে। লাগেজের ভেতরে ৫টি ইটও পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরাই প্রতিবন্ধী তরুণীকে হত্যা করে এখানে লাশ ফেলে যেতে পারে।পুলিশ ওই তরুণীর পরিচয় ও হত্যার সাথে কারা জড়িত তা বের করতে অনুসন্ধান শুরু করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930