ফ্রান্সে মহানবীর অপমানের প্রতিবাদে উত্তাল জগন্নাথপুর

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

ফ্রান্সে মহানবীর অপমানের প্রতিবাদে উত্তাল জগন্নাথপুর
১৩৮ Views

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিশ্বনবীর অপমান কোন অবস্থায় মেনে নেয়া যায় না। তাই বিশ্ব ব্যাপী বইছে প্রতিবাদের ঝড়। বর্জন করা হচ্ছে ফ্রান্সের পণ্য। তবে এখনো ফ্রান্স ক্ষমা চায়নি। উল্টো মুসলিম জনতাকে ঠেলে দিচ্ছে আন্দোলনের দিকে। শান্ত পৃথীবিকে করে তুলেছে অশান্ত। চলছে একের পর এক ফ্রান্স বিরোধী আন্দোলন।

 

 

এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় পৌর পয়েন্টে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খন্ডখ- মিছিল সহকারে কয়েক হাজার প্রতিবাদী জনতা সমবেত হন। প্রায় ঘন্টা ব্যাপী চলে প্রতিবাদ সভা। উলামা ঐক্য পরিষদের সভাপতি হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা হাসমত উল্লাহ খান ও হাফিজ জয়নুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ-শায়খে কাতিয়া, মাওলানা বাহা উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মুনইম শাহিন, হাফিজ সুহায়েল আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মতিউর রহমান, মাওলানা হোসাইন আহমদ হাছনু, মাওলানা মছরুর আহমদ, মাওলানা আবু নছর, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আবদুল হাফিজ, মাওলানা তাহের আহমদ, মাওলানা শাহিদ আহমদ, মুফতি সৈয়দ শামীম আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ মামুনুর রশীদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা ফজল আহমদ, হাফিজ আমিনুল ইসলাম রাজু প্রমূখ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান।

 

 

পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে বিক্ষোভে ও কান্নায় ভেঙে পড়েন রাসুল প্রেমিক জনতা। এ সময় হাজার হাজার জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠে জগন্নাথপুর পৌর শহর। এতে সর্বস্তরের প্রতিবাদী জনতা অংশ গ্রহণ করেন। পরিস্থিতি মোকাবেলায় পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে উলামা ঐক্য পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031